রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ (৩৯) হত্যাকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১২ জুলাই) পুরান ঢাকার মিল ব্যারাকে রেঞ্জ রিজার্ভ ফোর্স ও ঢাকা জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক। একটি সভ্য সমাজে এমন কাণ্ড মেনে নেওয়া যায় না। এরই মধ্যে র্যাব ও মেট্রোপলিটন পুলিশ মিলিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতেও একজন ধরা পড়েছে। ডিবি পুলিশও ঘটনাটি তদন্তে কাজ করছে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। সহিংসতা ও অসহিষ্ণুতা সমাজে বাড়ছে, যা দুঃখজনক। এই মানসিকতা পরিবর্তনে শিক্ষক, চিকিৎসক, অভিভাবকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের ভূমিকা প্রয়োজন। কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেয়—সেই আহ্বান জানাচ্ছি। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে, তারা ব্যবস্থা নেবে।”
আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোরতা নিয়ে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর না হলে এত দ্রুত পাঁচজন গ্রেপ্তার করা সম্ভব হতো না। কাঠমান্ডু থেকে ফেরা বিমানের ঘটনার টেলিফোনকারী নারী এবং তার পরামর্শদাতাকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদপুরের ঘটনাতেও দোষীদের আইনের আওতায় আনা হয়েছে। মাঝে মাঝে হয়তো কিছু বিলম্ব হয়, তবে নিরাপত্তা বাহিনী কোনো ঘটনার ক্ষেত্রে নির্লিপ্ত থাকে না, আমরা সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিই।”