Saturday, July 12, 2025
spot_imgspot_img
Homeঅন্যান্যসীমান্ত পেরিয়ে আসা বরের খবরে শিলপাটি গ্রামে কৌতূহল

সীমান্ত পেরিয়ে আসা বরের খবরে শিলপাটি গ্রামে কৌতূহল

বাংলাদেশি এক তরুণীকে বিয়ের উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আসেন ভারতের যুবক জাব্বির রহমান। তবে বিয়ের অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যান বর-কনে।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের শিলপাটি গ্রামে এ ঘটনা ঘটে। কনে নিশি আক্তার ওই গ্রামের জিয়াউর রহমানের মেয়ে। বর জাব্বিরের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ভাটকি এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, প্রেমের সূত্র ধরেই বর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসেন। সঙ্গে ছিলেন তার মা ও বোন। তবে তাদের বৈধ প্রবেশ সংক্রান্ত বিষয়ে এলাকাবাসীর কেউ নিশ্চিত নন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আত্মীয়স্বজনদের খাওয়ানো হলেও হঠাৎ সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে বর-কনে পালিয়ে যান। এরপর কনেপক্ষ অনুষ্ঠানকে ‘মিলাদ ও আকিকার দাওয়াত’ বলে দাবি করে এবং দ্রুত শামিয়ানা খুলে ফেলে।

ঘটনার পর বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের উপপরিদর্শক সিদ্দিক জানান, বরের মা ও বোন তাদের পাসপোর্ট ও ভিসা দেখান এবং বলেন, তারা কেবল আকিকার দাওয়াতে এসেছেন। বিয়ের বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন।

এদিকে বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি এনএম নুরুল ইসলাম অভিযোগ করেন, সংবাদ প্রকাশ ঠেকাতে এক স্থানীয় ব্যক্তি সংবাদকর্মীদের টাকার প্রলোভন দেন।

বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার জানান, বর-কনেকে পাওয়া না গেলেও অতিথিদের কাগজ যাচাই করে পুলিশ চলে যায়। তদন্ত চলমান রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments