সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. শফিকুল ইসলাম (৪৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ভাঙ্গারপাড় সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, গরু চোরাচালানের উদ্দেশ্যে কিছু বাংলাদেশি চোরাকারবারি সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। ফিরে আসার সময় বিএসএফের টহল দলের বাধার মুখে পড়ে তারা। এসময় চোরাকারবারিরা বিএসএফ সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ও পাথর নিক্ষেপ শুরু করে।
বিএসএফ আত্মরক্ষায় প্রথমে ৪–৫টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ৩–৪ রাউন্ড গুলি চালানো হয়, এতে গুলিবিদ্ধ হন শফিকুল ইসলাম। পরে স্বজনরা তাকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানান, ঘটনার প্রতিবাদে বিএসএফকে পতাকা বৈঠক ও প্রতিবাদলিপি প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বাড়ানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক, তবে সীমান্তজুড়ে সতর্কতা বজায় রাখা হয়েছে।