Saturday, July 12, 2025
spot_imgspot_img
Homeবিশেষ সংবাদ"নৃশংসতা দেখে ভাষা হারিয়েছি, আমরা মানুষ হবো কবে?" — ক্ষোভে ফেটে পড়লেন...

“নৃশংসতা দেখে ভাষা হারিয়েছি, আমরা মানুষ হবো কবে?” — ক্ষোভে ফেটে পড়লেন আজহারী


সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত চাঞ্চল্যকর সহিংসতা ও নৃশংসতার ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

শুক্রবার (১১ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি লেখেন,
আহ, কী নৃশংস দৃশ্য! কী বিভৎস! আমরা মানুষ হবো কবে? ভিডিওটা দেখে সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি। মানুষ এতটা নিষ্ঠুর আর নির্মম হতে পারেএটাই কি এখনকার বাস্তবতা?”

তিনি আরও লিখেন, “যদি এই দুর্বৃত্তদের শক্ত হাতে দমন না করা হয়, তবে তারা নতুন প্রজন্মের বাংলাদেশকে ধ্বংস করে ফেলবে। দিনের আলোয় জনসমক্ষে যারা এমন নৃশংসতা চালায়, তারা পার পেয়ে গেলে ন্যায়বিচারের কোনো মূল্য থাকবে না। এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা জুলুমমুক্ত বাংলাদেশ চাই, চাই নিরাপদ জীবনের নিশ্চয়তা।”

উল্লেখ্য, রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগ (৩৫)-কে পাথর দিয়ে মেরে নৃশংসভাবে হত্যা করা হয়।
এছাড়া, একই দিন চাঁদপুর শহরের প্রফেসর পাড়ায় মোল্লা বাড়ি জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লি বিল্লাল হোসেন, ইমাম মাওলানা আ. ন. ম. নূরুর রহমান মাদানীকে (৬০) চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন।

জানা গেছে, ইমামের খুতবার বক্তব্য পছন্দ না হওয়ায় এই হামলা চালানো হয়।
এই ধরনের ধারাবাহিক সহিংসতা দেশব্যাপী সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক, ক্ষোভ ও অসহায়ত্বের অনুভূতি তৈরি করেছে। আজহারীর পোস্টে অনেকেই একমত পোষণ করে মন্তব্য করেছেন—“মানুষ যেন অমানুষ হয়ে উঠছে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments