Saturday, July 12, 2025
spot_imgspot_img
Homeরাজনীতি"পিআর পদ্ধতিতে নির্বাচন হলে স্বৈরাচারী শাসনের পথ রুদ্ধ হবে : নুর"

“পিআর পদ্ধতিতে নির্বাচন হলে স্বৈরাচারী শাসনের পথ রুদ্ধ হবে : নুর”


গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতিতে আয়োজনের দাবি জানানো হয়েছে। তার মতে, এই পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে সংসদে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত হবে এবং কোনো একক দল অতীতের মতো স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না।

শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের চকরিয়া শহরের জনতা টাওয়ার চত্বরে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

নুর আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন আয়োজনের দাবি তুলেছে তার দল। তিনি বলেন, “এই এলাকার গর্ব বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে শেখ হাসিনা সরকার গুম করেছিল। জনগণের দোয়া ও ভালোবাসায় তিনি আজ আবার মানুষের মাঝে ফিরে এসেছেন।”

২৪-এর গণঅভ্যুত্থানে চকরিয়ায় যারা শহীদ হয়েছেন, তাদের স্মরণ করে নুর বলেন, “তাদের রক্তের বিনিময়ে আজ আমরা এক নতুন প্রকার স্বাধীনতা পেয়েছি। স্বৈরাচারী সরকার বাধ্য হয়ে ক্ষমতা ছাড়তে হয়েছে। তাই আমরা সংস্কার ছাড়া কোনো নির্বাচনে অংশ নেব না।”

তিনি আরও জানান, গণঅধিকার পরিষদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০ আসনে ‘ট্রাক’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে দলীয় প্রার্থী হিসেবে কেন্দ্রীয় কমিটির পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সহসম্পাদক আব্দুল কাদের (প্রাইম)-এর নাম ঘোষণা করেন তিনি।

পথসভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ চকরিয়া উপজেলা আহ্বায়ক অ্যাডভোকেট আমিনুল এহসান। বক্তব্য রাখেন দলের মুখপাত্র ফারুক হাসান, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় প্রধান সমন্বয়কারী আবু জাহের, এবং কক্সবাজার জেলা আহ্বায়ক হেলাল উদ্দিন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments