জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীকর্ণদীঘি উচ্চবিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী জিৎ চন্দ্র মহন্ত পরীক্ষায় এক বিষয়ে অংশ নিয়েও ফলাফলে দুই বিষয়ে ফেল করেছে—এমন ঘটনায় দেখা দিয়েছে চাঞ্চল্য ও বিভ্রান্তি।
জিৎ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ফার্ম মেশিনারি ট্রেডে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে বছর ১৪টি বিষয়ে পরীক্ষা দিয়ে কেবল গণিতে অকৃতকার্য হয়। ফলে ২০২৫ সালে সে শুধু গণিত বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণ করে।
গত বৃহস্পতিবার ফলাফল প্রকাশের পর দেখা যায়, সে কেবল গণিতে নয়, কৃষি বিষয়েও ফেল করেছে। অথচ প্রবেশপত্রে কৃষি বিষয় ছিল না এবং সে পরীক্ষাও দেয়নি।
জিৎ বিস্ময় প্রকাশ করে বলেন, “আমি শুধুই গণিতে পরীক্ষা দিয়েছি। কিন্তু ফলাফলে আমাকে কৃষিতেও ফেল দেখানো হয়েছে। এটি বোর্ডের ভুল ছাড়া আর কিছু নয়।”
বিদ্যালয়ের কারিগরি শাখার সহকারী শিক্ষক ওমর ফারুক জানান, “বোর্ডের কারিগরি ত্রুটির কারণে এমন হতে পারে। নম্বরপত্র দেওয়ার সময় বিষয়টির সমাধান হবে বলে আশা করছি।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন বলেন, “বিষয়টি নিয়ে বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। যেহেতু কৃষি বিষয়টি চতুর্থ বিষয়, গণিতে পাস করলেই চূড়ান্ত ফলাফল পাস দেখাবে।”
এদিকে বিভ্রান্তিকর ফলাফল সংশোধনে দ্রুত পদক্ষেপ চায় শিক্ষার্থী ও অভিভাবক মহল।