Saturday, July 12, 2025
spot_imgspot_img
Homeকৃষিহিলি দিয়ে বাড়ছে কাঁচা মরিচ আমদানি, কেজিতে কমেছে ৮০ টাকা

হিলি দিয়ে বাড়ছে কাঁচা মরিচ আমদানি, কেজিতে কমেছে ৮০ টাকা


দেশে কাঁচা মরিচের বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকারের অনুমতির পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে মরিচ আমদানি বেড়েছে। এর প্রভাবে খুচরা বাজারে দামের বড় ধরনের পতন ঘটেছে—মাত্র দুই দিন আগেও যেখানে কাঁচা মরিচ বিক্রি হচ্ছিল ২৫০ টাকা কেজি দরে, এখন তা নেমে এসেছে ১৩০–১৩৫ টাকায়।

আমদানিকারক প্রতিনিধি রাজু হাসান বলেন, চলতি মৌসুমে দেশের বিভিন্ন এলাকায় বন্যা ও খরায় মরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে দেশীয় বাজারে সরবরাহ কমে যায় এবং দাম হঠাৎ বেড়ে যায়। পরিস্থিতি মোকাবিলায় সরকার দ্রুত আমদানির অনুমতি দেয়। এরপর বৃহস্পতিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচ দেশে আসা শুরু করে। প্রথম দিনে দুই ট্রাক এবং পরে আরও কয়েকটি চালান আসে বলে জানান তিনি।

আরেক আমদানিকারক প্রতিনিধি রাশেদ বলেন, শনিবার দুপুর পর্যন্ত মোট পাঁচটি ট্রাক এসে পৌঁছেছে। পাইকাররা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মরিচ কিনতে হিলি বন্দরে ভিড় করছেন।

পাইকারি ক্রেতা জাহিদ ইকবাল রানা জানান, তিনি হিলি থেকে এক ট্রাক মরিচ কিনে ঢাকায় পাঠাচ্ছেন। আমদানিকারকরা প্রতি কেজি ১৪০ টাকা চাচ্ছেন, এবং গুণগত মান ভালো। গত বৃহস্পতিবার একই মরিচের দাম ছিল ২০০ টাকারও বেশি।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাধন জানান, কাঁচা মরিচ পচনশীল হওয়ায় দ্রুত শুল্কায়ন শেষ করে ছাড় দেয়া হচ্ছে। প্রথম দিনে ২টি ট্রাক এবং শনিবার দুপুর পর্যন্ত মোট ৫টি ট্রাকে প্রায় ৫০ মেট্রিক টন মরিচ এসেছে। সরকার প্রতি কেজিতে ৩৭ টাকা শুল্ক পাচ্ছে।

এই আমদানির ফলে বাজারে স্থিতিশীলতা ফিরে আসার আশা করছেন ব্যবসায়ীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments