জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক তরুণীকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়েছে, ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে বারবার নির্যাতনের শিকার হতে হয়েছে।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম। তিনি জানান, অভিযুক্ত আতাউর রহমান ও নয়ন হোসেনকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। ইতিমধ্যে অভিযুক্তদের মধ্যে সালমা বেগম নামের এক নারীকে আটক করা হয়েছে।
ভুক্তভোগী তরুণী অভিযোগে বলেন, দুই মাস আগে পরিচিত সালমা বেগম তাকে গল্প করার কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে তাকে ঝালমুড়ির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ানো হয়। অচেতন হওয়ার পর আতাউর রহমান তাকে ধর্ষণ করে এবং গোপনে তা ভিডিও ধারণ করে। এরপর ভিডিও ফাঁস এবং বাবাকে হত্যার হুমকি দিয়ে আতাউর তাকে একাধিকবার ধর্ষণ করে। পুরো ঘটনায় সালমা ও তার স্বামী নয়ন হোসেন সহযোগিতা করেছে বলেও তিনি দাবি করেন।
ভয়ে এতদিন বিষয়টি চেপে রাখলেও সর্বশেষ শুক্রবার (১১ জুলাই) পুনরায় ধর্ষণের শিকার হওয়ার পর তিনি সাহস করে পাঁচবিবি থানায় তিনজনকে আসামি করে মামলা করেন।
তিনি আরও বলেন, ‘‘ভয় দেখিয়ে, ভিডিও দেখিয়ে বারবার আমাকে নির্যাতন করা হয়েছে। এই নির্মম অন্যায়ের বিচার চাই।’’