ঈদুল আজহায় মুক্তি পাওয়া সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’ দেশে দারুণ সাড়া ফেলেছে। এবার ছবিটির যাত্রা শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে। রায়হান রাফী পরিচালিত এই অ্যাকশন-থ্রিলার ছবিটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের একাধিক রাজ্যে মুক্তি পেয়েছে। এর দুদিন পরেই শনিবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়েন ঢালিউডের এই জনপ্রিয় নায়ক।
ফ্লাইটে বসে একটি ছবি নিজের ফেসবুকে শেয়ার করে শাকিব লেখেন, “রোমাঞ্চ যাত্রা শুরু হোক!” ছবিতে দেখা যায়, তিনি সাদা টি-শার্ট, চোখে সানগ্লাস ও মাথায় ‘লুলুলেমন’ ব্র্যান্ডের ক্যাপ পরে বিমানের জানালার পাশে বসে আছেন।
যদিও তিনি সরাসরি সফরের উদ্দেশ্য উল্লেখ করেননি, ধারণা করা হচ্ছে ‘তাণ্ডব’-এর আন্তর্জাতিক প্রিমিয়ারে অংশ নিতেই তার এই সফর। ছবিটি বর্তমানে হিউস্টন, ক্যালিফোর্নিয়া, বোস্টন, অরল্যান্ডো, স্যাক্রামেন্টোসহ যুক্তরাষ্ট্রের অন্তত ১০টি শহরে প্রদর্শিত হচ্ছে।
তবে শুধু প্রিমিয়ার নয়, এই সফরের পেছনে আরও একটি উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছেন ভক্ত ও নেটিজেনদের একটি অংশ। কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল—হলিউডে কাজ করতে যাচ্ছেন শাকিব খান। সে সময় যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি নির্মাতা আসিক আকবর জানান, শাকিবকে নিয়ে একটি হলিউড চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা চলছে। স্ক্রিপ্ট তৈরির কাজ এগিয়ে চলেছে এবং শাকিব যুক্তরাষ্ট্রে পৌঁছালে তা চূড়ান্ত হতে পারে।
এদিকে আলোচনায় রয়েছে শাকিব খানের আসন্ন আরেকটি প্রজেক্ট— নব্বইয়ের দশকে কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন কালা জাহাঙ্গীর-এর জীবনী নিয়ে নির্মাণাধীন একটি চলচ্চিত্রে তিনি এই চরিত্রে অভিনয় করতে পারেন বলে শোনা যাচ্ছে। সিনেমাটি আগামী বছরের ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সব মিলিয়ে শাকিব খানের এই সফর শুধু তাণ্ডবের প্রিমিয়ারে অংশগ্রহণ নয়, বরং ভবিষ্যতের আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।