Monday, July 14, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিবিএনপির সঙ্গে জোট নয়, একক পথে এগোচ্ছে এনসিপি

বিএনপির সঙ্গে জোট নয়, একক পথে এগোচ্ছে এনসিপি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে জোট গঠন নিয়ে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে দলটির শীর্ষ নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আপাতত জোটে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তাদের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সম্প্রতি ইঙ্গিত দিয়েছিলেন, জামায়াতকে বাদ দিয়ে এনসিপির সঙ্গে আলোচনা হতে পারে। তবে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এই ইঙ্গিতকে প্রত্যাখ্যান করে বলেন, ‘বিপ্লবের শক্তিকে কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই।’

এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা জানাচ্ছেন, বিএনপির কথিত ‘সবুজ সংকেত’ রাজনৈতিক কৌশল হতে পারে, তবে তারা কোনো আসনভিত্তিক সমঝোতায় আগ্রহী নন। দলটি এখন দেশব্যাপী সংগঠন মজবুত করায় মনোযোগী। সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘জুলাই সনদের দাবি আদায় না হওয়া পর্যন্ত জোট বা নির্বাচন নিয়ে ভাবার প্রশ্নই ওঠে না।’

তবে এনসিপির নেতৃত্বে সংস্কার ও ন্যায়বিচারনির্ভর একটি জোট গঠনের সম্ভাবনার কথাও জানিয়েছেন যুগ্ম সদস্য সচিব মোল্লা ফারুক এহসান। এদিকে, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছে দলটি। মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘সংস্কার কমিশনের ৪০০ আসনের প্রস্তাবে ৩০০ আসনে এনসিপির জয় দেখছি।’

এনসিপি এখন একক পথেই এগিয়ে নির্বাচন ও রাজনৈতিক সংস্কারের বার্তা ছড়াতে চায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments