রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনমনে অস্থিরতা তৈরির চেষ্টা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্ট করার প্রতিবাদে তারা শাহবাগ অভিমুখে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছেন।
সোমবার দুপুরে কার্যালয়ের সামনে সরেজমিনে দেখা যায়, ফুটপাত ও সড়কের একাংশজুড়ে ব্যানার-ফেস্টুনে মুখরিত হয়ে উঠেছে এলাকা। বেলা ২টায় মিছিল শুরুর কথা থাকলেও ৩টা পর্যন্ত তা শুরু হয়নি। এরই মধ্যে নেতাকর্মীদের উপস্থিতিতে আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।
ছোট ছোট দলে ভাগ হয়ে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। তাদের উপস্থিতিতে নয়াপল্টন এলাকা হয়ে ওঠে প্রকম্পিত। কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে, যারা যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে।
সাধারণ নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং তাদের দাবি তুলে ধরতে দৃঢ়প্রতিজ্ঞ। ছাত্রদলের পাশাপাশি বিএনপির সিনিয়র নেতারাও এই মিছিলে অংশ নেবেন বলে জানিয়েছে দলের মিডিয়া সেল। অল্প সময়ের মধ্যেই শাহবাগের উদ্দেশে পদযাত্রা শুরু হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।