Monday, July 14, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিজামায়াতকে ইঙ্গিত করে মির্জা আব্বাসের কঠোর মন্তব্য: “লম্বা কথা আর চাঁদা ছাড়া কিছুই পারে না”

জামায়াতকে ইঙ্গিত করে মির্জা আব্বাসের কঠোর মন্তব্য: “লম্বা কথা আর চাঁদা ছাড়া কিছুই পারে না”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে বলেছেন, “ওরা শুধু লম্বা লম্বা কথা বলতে জানে এবং সুকৌশলে চাঁদা (যা তারা ‘হাদিয়া’ বলে) তুলতে জানে। দেশের বড় বড় ব্যবসায়ী গ্রুপের কাছ থেকেও চাঁদা আদায় করেছে।” তিনি বলেন, জামায়াত একেক সময় একেক দলের ওপর নির্ভর করে টিকে থাকতে চায়, আর বর্তমানে তাদের একমাত্র বাধা বিএনপি। বিএনপিকে দুর্বল করতে পারলে তারা আবার রাজত্বে ফিরতে চায়।

আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে মির্জা আব্বাস বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন আজ হুমকির মুখে। তাকে তারা কোনোভাবে সহ্য করতে পারছে না। অথচ তারই নেতৃত্বে বাংলাদেশকে আবার সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব।”

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “জামায়াত, চরমোনাই বা এনসিপির মতো দলগুলোর কথায় বিভ্রান্ত হওয়ার কিছু নেই। প্রতিটি ইস্যুতে জনগণকে চুলচেরা বিশ্লেষণ করতে হবে। বিএনপিকে অযথা অভিযুক্ত করা হলে তার সত্যতা যাচাই করা উচিত।”

বক্তৃতার একপর্যায়ে মির্জা আব্বাস অভিযোগ করেন, “আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপির কাঁধে ভর করে দলে ঢোকার চেষ্টা করছে।” তিনি নেতাকর্মীদের এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments