পুঁজিবাজার সংস্কার ও রাজনৈতিক সংস্কৃতির সমন্বয়ের উপর জোর
রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কৃতিতে ‘তেল মারার সংস্কৃতি’ বা চাটুকারিতা বন্ধ না হলে, দেশে যত সংস্কারই হোক না কেন, তাতে বাস্তব কোনো পরিবর্তন আসবে না— এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (১৪ জুলাই) রাজধানীর পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) অডিটরিয়ামে অনুষ্ঠিত ‘ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন ও বাস্তবতা’ শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ইআরএফ ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
একজন বক্তা আমীর খসরুকে ভবিষ্যতের অর্থমন্ত্রী বলে উল্লেখ করলে তিনি সরাসরি কোনো প্রতিক্রিয়া না জানালেও পরে বলেন, “তেল দেওয়াটা আমাদের কালচারের অংশ হয়ে গেছে। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে হাজারো অর্থনৈতিক সংস্কার করেও দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে রাজনৈতিক প্রভাবমুক্ত নিয়োগ, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি-তে (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন) নিরপেক্ষ নিয়োগের মাধ্যমে শেয়ারবাজারকে দৃঢ় ভিত্তির উপর দাঁড় করানো হবে। অতীতেও দলটি এ নীতি অনুসরণ করেছিল বলেই ব্যাংক ও পুঁজিবাজারে ব্যাপক লুটপাট হয়নি বলে দাবি করেন তিনি।
কর্মশালায় আরও বক্তব্য দেন ডিএসই চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম, সিএসই চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান, ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম এবং ইআরএফ প্রেসিডেন্ট দৌলত আকতার মালা, যিনি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।