জনপ্রিয় উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক আব্দুন নূর তুষার মনে করেন, বাংলাদেশে নির্বাচনবিহীন পরিবেশ থেকে যাঁরা লাভবান হবেন, তারাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করে নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন।
সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে তিনি বলেন, “নির্বাচনের জন্য একটি স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী প্রচারণা এবং ভোটগ্রহণকালে সহিংসতা বেড়ে যেতে পারে যদি তা নিয়ন্ত্রণে না রাখা যায়। অনেক সময় প্রতিপক্ষকে ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টাও করা হয়।”
তিনি আরও বলেন, “নির্বাচনকে ঘিরে প্রতিপক্ষ প্রার্থীদের সমর্থকদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন বা ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার ঘটনাগুলো নতুন নয়। এ কারণেই আমি মনে করি, নির্বাচন আয়োজনের পূর্বশর্তই হলো কার্যকর আইনশৃঙ্খলা ব্যবস্থা।”
তুষার অভিযোগ করেন, “বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের এক ধরনের নিষ্ক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। সেই শূন্যস্থানে সহিংসতা বাড়ছে। আর এই বাড়তি সহিংসতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে কেউ কেউ প্রশ্ন তুলছেন—এই পরিস্থিতিতে আদৌ নির্বাচন সম্ভব কি না।”
তিনি সতর্ক করে বলেন, “যারা এই পরিস্থিতি সৃষ্টি করছে বা করছে বলে সন্দেহ করা হচ্ছে, তাদের নির্বাচন না হলে সুবিধাভোগী হওয়ার সম্ভাবনাই বেশি। তাই আমাদের ভাবতে হবে, কারা নির্বাচনবিহীন বাংলাদেশ চায়, এবং কেন চায়।”