বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন সম্প্রতি এক টেলিভিশন টকশোতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচারহীনতার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি বলেন, “আগে যদি কোনো ছাগল অন্যের ক্ষেতে ধান খেত, তাকে খোঁয়াড়ে পাঠানো হতো। এখন যারা সমাজে নৈরাজ্য সৃষ্টি করছে, তাদের জন্য কি কোনো ‘খোঁয়াড় সিস্টেম’ আছে? সমাজ কি এমন ব্যবস্থা রেখেছে যেখানে তাদের আটকে রাখা যায়?”
রিপন স্পষ্ট করে বলেন, মিটফোর্ড হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। বরং ভুক্তভোগী বিএনপির কর্মীই। তিনি বলেন, “আমরা নিজেই ভিকটিম, কিন্তু সরকার অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। আমি আইনগত ব্যবস্থা নিতে বলেছি। কিন্তু তা না নিয়ে আপনি বরং অনুমোদন দিচ্ছেন।”
তিনি আরও বলেন, “যাকে বহিষ্কার করেছি, সে তো আমাদের কেউ না। আমি ছবি দেখিয়ে বলেছি, গ্রেপ্তার করছেন না কেন? ফায়ারিং স্কোয়াডে দিন। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি—সামারি ট্রায়াল করে এই ধরনের অপরাধীদের প্রকাশ্যে শাস্তি দিতে হবে।”
রিপন মনে করেন, রাজনৈতিক দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বা অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে যারা অপরাধ করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।