সমসাময়িক নাটক ও সিনেমার জগতে একজন আলোচিত অভিনেতা, নির্মাতা, প্রযোজক ও নাট্যকার হিসেবে হেদায়েত উল্লাহ তুর্কী বর্তমানে মিডিয়াতে দারুণ ব্যস্ত সময় পার করছেন।
রায়হান রাফির পরিচালনায় নির্মিত ‘তাণ্ডব’ সিনেমায় গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। এছাড়া সৈকত নাসির পরিচালিত ‘সুলতানপুর’ এবং শাহীন সুমনের ‘মাফিয়া’ সিনেমাতেও তার অভিনয় ছিল নজরকাড়া।
আগামী আগস্ট মাসে মুক্তি পাচ্ছে সাদেক সিদ্দিকী পরিচালিত ও চিত্রনায়িকা পপি অভিনীত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’, যেখানে তুর্কীকে দেখা যাবে কাস্টমস কর্মকর্তার চরিত্রে।
মুক্তির অপেক্ষায় থাকা অন্যান্য সিনেমার মধ্যে রয়েছে:
- রহস্য (রবিউল ইসলাম রবি পরিচালিত, সালমান শাহর জীবনের গল্প নিয়ে)
- কর্পোরেট (পরিচালক: ফরিদুল হাসান)
- প্লানার (খান সোহেল)
- জামদানী (সরকারি অনুদানে নির্মিত, পরিচালক: অনুরুদ্ধ রাসেল)
- সত্যের ভাত নেই (যুগান্তর চাকমা চাইনিজ)
- তবুও ভালবাসি (পরিচালক: কামাল)
- স্বপ্নের ফেরিওয়ালা (সায়মন তারিক)
- ভালবাসার ঘর (টিটোন সিকদার)
- দ্বিতীয় মা (আজিম খান)
- বর্ডার (সৈকত নাসির)
- শাস্তি (সিজার আহমেদ)
- গ্যাংস্টার (শাহীন সুমন)
চলতি মাস থেকেই শুরু হচ্ছে ‘দেনা পাওনা’ নামের একটি সরকারি অনুদানের ছবির শুটিং, পরিচালনায় আছেন সাদেক সিদ্দিকী।
এদিকে ছোট পর্দাতেও হেদায়েত উল্লাহ তুর্কীর সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এটিএন বাংলায় সম্প্রচারিত হচ্ছে তার অভিনীত ধারাবাহিক নাটক ‘সিনেমার মানুষ’, যেটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী।
প্রচার অপেক্ষায় থাকা অন্যান্য ধারাবাহিক নাটকগুলো হল:
- খোঁজ দ্য বস (পরিচালক: রিন্টু পারভেজ)
- মামা ভাগনে ৮৪০ (এসএম আইয়ুব আলী খান কায়সার)
- মেন্টাল কলোনি (আয়মান রাকিব)
- হ য ব র ল (মিজানুর রহমান)
- ভিক্ষুকের কারখানা (জহির রায়হান)
- গোড়াতে গলদ (আশফাক নওশের)
এছাড়া এবারের ঈদে একক নাটক হিসেবেও প্রচারিত হয়েছে হেদায়েত উল্লাহ তুর্কীর অভিনীত বেশ কিছু কাজ, যেমন:
‘শর্ত দিয়ে বিয়ে’, ‘জয়েন্ট ফ্যামিলি’, ‘মেহমান’, ‘বেইমান বিসিএস প্রেমিকা’, ‘আগে বিয়ে পরে হানিমুন’, ‘বাপ বেটার হানিমুন’, ‘বাপের বিয়ে’, ‘ফাইটার’, ‘গার্লফ্রেন্ডের বাইক’, ‘এই ঘর এই সংসার’, ‘বলদা জামাই সুন্দরী বউ’, ‘সংযোগ’, ‘অস্থির মেহমান’, ‘বিদেশ ফেরত বউ’, ‘জাস্ট ফরবরুম ডেট’, ‘ভাগের প্রেম’, ‘জেনজি বউ’, ‘সবার উপরে শাশুড়ী সত্য’, ‘বাবা মায়ের বিয়ে’, ‘বাবা এক বটবৃক্ষ’, ‘মাথাগরম গার্লফ্রেন্ড’, ‘শশুর বাড়ির ঈদ সালামী’, ‘রমজান দ্যা রোজাদার’ — এবং আরও বেশ কিছু নাটক বিভিন্ন চ্যানেল ও ইউটিউব প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে।
এছাড়া তার লেখা ও অভিনীত সাত পর্বের ধারাবাহিক নাটক ‘পরিবারের দায়িত্ব’-ও টেলিভিশনে সম্প্রচারিত হয়।