গোপালগঞ্জে বুধবার সকাল থেকেই চরম উত্তেজনা বিরাজ করছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের গাড়ি, ইউএনওর বহর এবং এনসিপির নেতাদের গাড়িবহরে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
এই উত্তপ্ত পরিস্থিতিকে কেন্দ্র করে জনপ্রিয় লেখক, গবেষক ও ইউটিউবার পিনাকী ভট্টাচার্য একটি প্রতীকী বার্তা দিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ফটোকার্ড শেয়ার করে তিনি লেখেন,
“এখনই সময় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সেই ঐতিহাসিক ঘোষণা বাস্তবায়নের।”
তিনি স্মরণ করান, ২০১৩ সালে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচির দিন বেগম খালেদা জিয়াকে তার গুলশান বাসা থেকে বের হতে বাধা দেয় পুলিশ। দীর্ঘ সময় চেষ্টার পরেও বাইরে যেতে না পারায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন,
“বাড়ি কোথায়, গোপালগঞ্জে? গোপালগঞ্জের নাম পাল্টে দেব। গোপালগঞ্জ বলে কিছু থাকবে না।”
পিনাকীর এই শেয়ার করা বক্তব্য এবং বার্তা বর্তমানে নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।