Thursday, July 17, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিনিবন্ধন স্থগিত আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক তফসিলে থাকবে, অন্য কেউ পাবে না: ইসি

নিবন্ধন স্থগিত আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক তফসিলে থাকবে, অন্য কেউ পাবে না: ইসি

নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’ নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকার তফসিলে সংরক্ষিত থাকবে, তবে এটি অন্য কোনো রাজনৈতিক দলের কাছে বরাদ্দ দেওয়া হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (১৬ জুলাই) রাজধানীর নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. আখতার আহমেদ বলেন, “প্রতীকের তফসিলে ‘নৌকা’ থাকবে, কিন্তু বিভ্রান্তি এড়াতে ওয়েবসাইটের সাপ্লিমেন্টারি প্ল্যাটফর্ম থেকে এটি সরিয়ে রাখা হয়েছে। কমিশন মনে করেছে, এটি সরিয়ে রাখাই এখন উপযুক্ত পদক্ষেপ।”

তিনি আরও জানান, নির্বাচন কমিশনের ওপর কোনো ধরনের চাপ নেই। প্রতীক সংক্রান্ত সিদ্ধান্ত কমিশনের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতেই নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ১২ মে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে ইসি। আজ (১৬ জুলাই) সকালে দলটির নাম, প্রতীক ও প্রতীকের বিবরণ নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়।

এ বিষয়ে কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “প্রতীক কখনো নিষিদ্ধ হয় না। কোনো দল বিলুপ্ত হলেও প্রতীক সংরক্ষিত থাকে এবং তা ভবিষ্যতে আবার ব্যবহৃত হতে পারে।”

এদিকে, জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার বিষয়ে ইসির প্রজ্ঞাপন অনুযায়ী তাদের নাম ও প্রতীক কমিশনের ওয়েবসাইটে পুনরায় যুক্ত করা হয়েছে।

তবে, একটি প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, রাজনৈতিক দল হিসেবে ‘শাপলা’ প্রতীককে এখনো তফসিলে অন্তর্ভুক্ত করা হয়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments