Thursday, July 17, 2025
spot_imgspot_img
Homeঅন্যান্যজমি নিয়ে সংঘর্ষে ছোট ভাই নিহত, বড় ভাই গ্রেপ্তার

জমি নিয়ে সংঘর্ষে ছোট ভাই নিহত, বড় ভাই গ্রেপ্তার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে মুজিবুর রহমান (৪৮) নিহত হয়েছেন।
বুধবার (১৬ জুলাই) রাতে উপজেলার পূর্ব চরগাঁও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মুজিবুর ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন।

স্থানীয়রা ও পুলিশ জানায়, বহুদিন ধরে মুজিবুর রহমান ও তার বড় ভাই ফয়জুর রহমানের (৭০) মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এই নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ বসলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। মামলা-মোকদ্দমাও চলছিল।

বুধবার রাতের এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে ফয়জুর রহমান পেছন থেকে বাঁশের লাঠি দিয়ে মুজিবুরের মাথায় আঘাত করেন। এতে তিনি রাস্তায় পড়ে গেলে, বড় ভাই আরও একাধিকবার তাকে লাঠিপেটা করেন।

আঘাতে গুরুতর আহত অবস্থায় মুজিবুরকে স্থানীয়রা দ্রুত বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

এ ঘটনায় বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ফয়জুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments