রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হিসেবে আরও চার বছরের জন্য নির্বাচিত হয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। ৭৭ বছর বয়সী এই ব্যবসায়ী ২০২৯ সাল পর্যন্ত ক্লাবটির দায়িত্বে থাকবেন বলে নিশ্চিত করেছে নির্বাচনী বোর্ড। ২০০৯ সাল থেকে শুরু করে এবার নিয়ে টানা পাঁচবার এবং মোট ষষ্ঠবারের মতো ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটির প্রেসিডেন্ট হলেন তিনি।
পেরেজ এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল লা লিগায় রিয়াল মাদ্রিদ ও লাস পালমাসের ম্যাচের পর ক্লাবের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, “নির্বাচনে একজন প্রার্থী থাকায় ফ্লোরেন্তিনো পেরেজকে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে।”
প্রথমবার ২০০০ সালে রিয়ালের দায়িত্ব নিয়েছিলেন পেরেজ। এরপর ২০০6 সালে পদত্যাগ করলেও ২০০9 সালে আবার ফিরে আসেন এবং তারপর থেকে টানা দায়িত্ব পালন করে আসছেন। চলতি বছরের ৭ জানুয়ারি তিনি ক্লাবের ইলেকটোরাল বোর্ডকে নির্বাচনী প্রক্রিয়া শুরু করার অনুরোধ জানান। ১০ দিনের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় পেরেজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
পেরেজের নেতৃত্বে রিয়াল মাদ্রিদের ফুটবল ও বাস্কেটবল দল ৬৫টি শিরোপা জিতেছে, যার মধ্যে রয়েছে ৭টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ৩টি ইউরো লিগ শিরোপা। প্রেসিডেন্ট হিসেবে তিনি ক্লাবের ইতিহাসে সবচেয়ে সফল হলেও, সময়ের হিসাবে তাঁকে ছাড়িয়ে আছেন সান্তিয়াগো বার্নাব্যু। বার্নাব্যু ১৯৪৩ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত ৩৪ বছর ২৬৪ দিন রিয়ালের প্রেসিডেন্ট ছিলেন। পেরেজ এরই মধ্যে ক্লাবটির সঙ্গে ২০ বছরেরও বেশি সময় কাটিয়ে দিয়েছেন