জুলাই গণ–অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের সহায়তার জন্য বিশেষ সেল গঠনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২০ জুলাই) চট্টগ্রামে আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, “জুলাই–আগস্টের গণ–আন্দোলনে যেসব শহীদ জীবন দিয়েছেন, তাঁদের পরিবারকে পাশে পাবে এনসিপি। আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দিকেও আমরা দৃষ্টি রাখব।” এ উদ্দেশ্যে শিগগিরই “জুলাই গণ–অভ্যুত্থান সেল” গঠন করা হবে।
নাহিদ আশাবাদ ব্যক্ত করে বলেন, “৫ আগস্টের মধ্যে সরকারের পক্ষ থেকে একটি ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করা হবে বলে আমরা প্রত্যাশা করছি। এই ঘোষণাপত্র সংবিধানে যুক্ত হলে জুলাই গণ–অভ্যুত্থান আইনি স্বীকৃতি পাবে। এটি হবে গণমানুষের আন্দোলনের বড় বিজয়।”
সাক্ষাৎ শেষে এনসিপির কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধি দল নাহিদ ইসলামের নেতৃত্বে চট্টগ্রাম থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দেয়। তাঁদের এই সফরের লক্ষ্য, আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ নেওয়া ও আগামী দিনের আন্দোলনের রূপরেখা ঠিক করা।