Sunday, July 20, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিবান্দরবানকে ‘শাস্তির জায়গা’ বলায় সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা

বান্দরবানকে ‘শাস্তির জায়গা’ বলায় সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে বান্দরবানে অবাঞ্ছিত ঘোষণা করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। জেলার প্রতি অবমাননাকর মন্তব্য করায় রবিবার (২০ জুলাই) বান্দরবান প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

সংগঠনের নেতারা জানান, গত ৩ জুলাই পঞ্চগড়ে ‘জুলাই পদযাত্রা’ চলাকালে এক বক্তব্যে সারজিস আলম বান্দরবানকে ‘শাস্তিস্বরূপ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানোর জায়গা’ হিসেবে উল্লেখ করেন। ছাত্রনেতারা এই মন্তব্যকে ‘চরম অবমাননাকর ও নিন্দনীয়’ বলে আখ্যা দেন এবং বলেন, “এটি শুধু বান্দরবান নয়, পুরো পার্বত্য চট্টগ্রামের মর্যাদাকে হেয় করার শামিল। এটি রাষ্ট্রীয় অবহেলা ও বৈষম্যের নগ্ন বহিঃপ্রকাশ।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের সহসভাপতি মাহির ইফতেখার, খালিদ বিন নজরুল, জুবায়ের ইসলাম, আসিফ ইসলামসহ আরও অনেকে।

ছাত্র পরিষদের দাবি, এনসিপির পক্ষ থেকে ১৯ জুলাই বান্দরবানে অনুষ্ঠেয় পদযাত্রায় সারজিস আলম জনসমক্ষে ক্ষমা চাইবেন বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না এবং এনসিপির কোনো কেন্দ্রীয় নেতাও এ বিষয়ে বক্তব্য দেননি।

এ কারণে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ঘোষণা দেয়, সারজিস আলম প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত বান্দরবানে তার এবং এনসিপির সব কার্যক্রম ‘সম্পূর্ণভাবে অবাঞ্ছিত’।

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, যেসব সরকারি কর্মকর্তা ‘শাস্তির বদলি’ হিসেবে বান্দরবানে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তাদের দ্রুত প্রত্যাহার করতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments