Tuesday, July 22, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিছাত্রলীগ থেকে ছাত্রশিবিরে—চবি নেতার রাজনৈতিক রূপান্তর ঘিরে বিতর্ক

ছাত্রলীগ থেকে ছাত্রশিবিরে—চবি নেতার রাজনৈতিক রূপান্তর ঘিরে বিতর্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইসলামী ছাত্রশিবিরের শাখা সভাপতি নেয়ামত উল্লা ফারাবি ওরফে আবরার ফারাবির অতীত ছাত্রলীগ সংশ্লিষ্টতা ঘিরে শিক্ষার্থীদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। বর্তমানে সোহরাওয়ার্দী হল শিবিরের সভাপতির দায়িত্বে থাকা ফারাবির ফেসবুক প্রোফাইল থেকে তার আগের ছাত্রলীগ সংশ্লিষ্টতা জামায়াতশিবিরবিরোধী একাধিক পোস্ট ভাইরাল হয়েছে।

জানা গেছে, ফারাবি একসময় চবি শাখা ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন এবং সোহরাওয়ার্দী হলেরভার্সিটি এক্সপ্রেস’ (ভিএক্স) গ্রুপের সক্রিয় কর্মী হিসেবে মিছিলমিটিংয়ে অংশ নিতেন। তার পুরনো ফেসবুক পোস্ট বিশ্লেষণে দেখা যায়, তিনি ছাত্রলীগের বিভিন্ন নেতাকে অভিনন্দন জানানো থেকে শুরু করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের জন্মদিনে শুভেচ্ছাও জানিয়েছেন। এমনকি জামায়াতশিবিরবিরোধী ভাষায় লেখাও পাওয়া গেছে তার টাইমলাইনে।

২০২২ সালের নভেম্বরের একটি পোস্টে তিনি তৎকালীন প্রক্টর . রবিউল হাসান ভুইয়াকেছাত্রলীগের দুঃসময়ের ত্যাগী নেতাহিসেবে বর্ণনা করেন এবং জামায়াতশিবিরেরমিথ্যা মামলায়তার কারাবরণের কথা উল্লেখ করেন। ছাড়া তিনি জামায়াতশিবিরকেখুনীবলেও একাধিকবার পোস্ট করেন।

বিষয়ে ফারাবি স্বীকার করেন, ২০২২ সালের জুন পর্যন্ত তিনি ছাত্রলীগে ছিলেন। এরপর ২০২৩ সাল থেকে ছাত্রশিবিরে যুক্ত হন এবং হল ত্যাগ করে সংগঠনের নিয়ম মেনে দায়িত্বে আসেন। বর্তমানে তিনি ২০২৫ সালের জানুয়ারি থেকে সোহরাওয়ার্দী হল শিবিরের সভাপতির দায়িত্ব পালন করছেন।

ছাত্রশিবির দাবি করেছে, বিষয়গুলো পুরনো এবং ফারাবি এখন মূলনীতির পরীক্ষিত কর্মী। তবে বিষয়টি ঘিরে ক্যাম্পাসে চলছে ব্যাপক আলোচনা  সমালোচনা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments