রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শনে যান প্রধানমন্ত্রীর আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। তবে তাদের উপস্থিতি ভালোভাবে নেয়নি শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে “ভুয়া ভুয়া” স্লোগানে উপদেষ্টাদের ঘিরে ধরেন।
সোমবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তারা কলেজ ক্যাম্পাসে পৌঁছান এবং দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন। তবে বেলা ১১টার আগেই ক্যাম্পাস ছাড়তে গেলে শিক্ষার্থীরা তীব্র প্রতিক্রিয়া দেখান এবং পেছন থেকে একাধিকবার স্লোগান দিতে থাকেন।
চোখে পড়েছে, আইন উপদেষ্টা আসিফ নজরুল শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। পরে তিনি কলেজের ৫ নম্বর ভবনের দিকে অগ্রসর হন, তখনও শিক্ষার্থীরা পিছু পিছু “ভুয়া ভুয়া” স্লোগান দিতে থাকেন।
পরবর্তীতে উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষক ও কলেজ কর্তৃপক্ষ ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স রুমে প্রবেশ করেন। সেখানে আলোচনার জন্য ৫-৭ জন শিক্ষার্থী প্রতিনিধি উপস্থিত হন। কিন্তু বাইরে তখনও শত শত শিক্ষার্থী বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন।
খবর ছড়িয়ে পড়ে যে উপদেষ্টারা কলেজ ভবনের ভেতরে অবস্থান করছেন— তখন আরও হাজারো শিক্ষার্থী ভেতরে ঢুকে পড়েন এবং কলেজের মাঠ ও ৫ নম্বর ভবন ঘিরে ফেলেন। শিক্ষার্থীদের উপস্থিতি ও ক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে পুরো কলেজ প্রাঙ্গণ।
এই ঘটনায় শিক্ষার্থীদের দাবি ছিল, দুর্ঘটনার পরে যথাযথ পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে তারা শান্তিপূর্ণভাবে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন।