Wednesday, July 23, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরদাবি আদায়ের আশ্বাসে সাত ঘণ্টার অবরোধ তুলে নিল বরিশালের শিক্ষার্থীরা

দাবি আদায়ের আশ্বাসে সাত ঘণ্টার অবরোধ তুলে নিল বরিশালের শিক্ষার্থীরা


বরিশালে টানা প্রায় সাত ঘণ্টা সড়ক অবরোধ করে আন্দোলন চালানোর পর অবশেষে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা বরিশাল-ঢাকা মহাসড়ক ছেড়ে দেন।

আন্দোলনকারী শিক্ষার্থী ইফতি জানান, “মাইলস্টোন স্কুলে নিহত ও আহত শিক্ষার্থীদের নিয়ে তথ্য গোপন, চলমান এইচএসসি পরীক্ষার সময় পরিবর্তনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবিতে আমরা আন্দোলনে নেমেছিলাম। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই শিক্ষা উপদেষ্টাকে আর এক মুহূর্তও দেখতে চাই না। সরকার বলেছে আমাদের দাবি মেনে নেওয়া হবে, আমরা আপাতত বিশ্বাস রাখতে চাই। তবে বাস্তবায়ন না হলে আবারও রাজপথে নামবো।”

অন্য শিক্ষার্থী সাকিবুল ইসলাম বলেন, “জনদুর্ভোগের কথা বিবেচনা করে আমরা সড়ক অবরোধ তুলে নিয়েছি। আমাদের দাবি ন্যায্য। যদি দেখি দাবি বাস্তবায়ন হচ্ছে না, তাহলে আবারও কঠোর কর্মসূচিতে যাবো।”

এর আগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা এবং বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। আন্দোলনের অংশ হিসেবে তারা মাইলস্টোন স্কুলে দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে গায়েবানা জানাজা আদায় করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments