জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ২৩ ও ২৪ জুলাই অনুষ্ঠিতব্য সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে পরীক্ষার্থীদের প্রতি শোক প্রকাশ করে বলা হয়, দুর্ঘটনায় শিক্ষার্থীদের প্রাণহানি ও আহত হওয়ার বিষয়টি বিবেচনায় রেখে ২৩ ও ২৪ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তবে অন্যান্য পরীক্ষাসমূহ পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় প্রতিষ্ঠানটির প্রাথমিক শাখার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা দগ্ধ ও আহত হন। এর জেরে আজ জাতীয় শোক দিবস পালন এবং এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।