উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে টানা ৯ ঘণ্টা অবস্থান শেষে পুলিশের প্রহরায় বের হয়ে গেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার। মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে মেট্রোরেলের ডিপোর ভেতরের রাস্তা দিয়ে তাদের বহনকারী গাড়িগুলো এলাকা ত্যাগ করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শনের সময় শিক্ষার্থীরা বিভিন্ন দাবি উত্থাপন করেন। দাবি মেনে নেওয়ার পরও শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রাখায় উপদেষ্টারা বের হতে পারেননি।
তিনি বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয় এবং এরপর উপদেষ্টা ও প্রেস উইংয়ের কর্মকর্তারা নিরাপদে বেরিয়ে যান।”
এদিন সকাল সাড়ে ১০টার দিকে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে যান উপদেষ্টারা। সেখানে শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মুখে পড়েন তারা।
অন্যদিকে, বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
গতকাল সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি FT-7 BGI মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার ১২ মিনিটের মাথায় দুর্ঘটনায় পড়ে এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়।