Wednesday, July 23, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকনয়াদিল্লিতে অবতরণের সময় এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন, যাত্রীরা অক্ষত

নয়াদিল্লিতে অবতরণের সময় এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন, যাত্রীরা অক্ষত


হংকং থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে অবতরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার এআই-৩১৫ নামের ফ্লাইটটি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে বিমানটির অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট (এপিইউ) হঠাৎ আগুনে আক্রান্ত হয়।

এয়ার ইন্ডিয়ার এক বিবৃতিতে জানানো হয়েছে, যাত্রীরা বিমান থেকে বের হওয়ার সময়ই এপিইউতে আগুন ধরে যায়। তবে ফায়ার অ্যালার্ম সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। সৌভাগ্যবশত, বিমানের সকল যাত্রী এবং কেবিন ক্রু নিরাপদেই বিমানের বাইরে আসতে সক্ষম হন। এই ঘটনায় কারও কোনো শারীরিক ক্ষতির খবর পাওয়া যায়নি।

সংস্থাটি আরও জানিয়েছে, দু’ইঞ্জিনবিশিষ্ট এয়ারবাস A321 মডেলের ওই বিমানে কিছু কাঠামোগত ক্ষতি হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালককে ইতোমধ্যেই বিস্তারিত জানানো হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এয়ার ইন্ডিয়ার বিমানে একের পর এক দুর্ঘটনা প্রশ্ন তুলছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। দেশটির বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলিধর মোহল সম্প্রতি সংসদে জানান, গত ছয় মাসে নিরাপত্তাজনিত পাঁচটি ঘটনার পরিপ্রেক্ষিতে এয়ার ইন্ডিয়াকে ৯টি নোটিশ পাঠানো হয়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, মাত্র ৪৮ ঘণ্টায় এয়ার ইন্ডিয়ার বহরের অন্তত তিনটি ফ্লাইট দুর্ঘটনায় জড়িয়েছে। সোমবার কোচি থেকে মুম্বাইগামী একটি বিমান অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে, ফলে বিমানটির কাঠামো ও রানওয়ের একাংশ ক্ষতিগ্রস্ত হয়।

সেদিনই দিল্লি থেকে কলকাতাগামী আরেকটি ফ্লাইট টেকঅফের সময় ঘণ্টায় ১৫৫ কিমি গতিতে চলছিল, তবে শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই উড্ডয়ন স্থগিত করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments