ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে একক বাক্স দেওয়ার প্রচেষ্টা চলছে। তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, এবং এ স্বাধীনতা অর্থবহ করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’ এই মন্তব্যটি তিনি শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দেন।এ সময়, চরমোনাইয়ের পীর আরও বলেন, ইসলাম এমন একটি ধর্ম, যেখানে দুর্নীতি, লুটপাট, চুরি, বাটপারির কোনো স্থান নেই। তিনি বর্তমান রাজনৈতিক পরিবেশের সমালোচনা করে বলেন, স্বাধীনতার ৫৩ বছরেও দেশের জনগণ এর সুফল ভোগ করতে পারেনি। রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা ব্যক্তিরা রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছেন, এবং বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে।তিনি বলেন, ‘আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ তোষণের মাধ্যমে নয়, ইসলামের বিজয়েই দেশবাসীর মুক্তি নিহিত।’ ইসলামী আন্দোলনের এই সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল, ‘২৪-এর গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে’ জনমত গঠন।দলের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ মন্তব্য করেন, ‘আমরা সোনার বাংলা দেখেছি, সবুজ বাংলা দেখেছি, এবার আমরা ইসলামের বাংলা দেখতে চাই।’ তিনি আরও বলেন, ‘দাওয়াত দিয়ে সব মানুষ হেদায়েত হবে—এটা কোরআন-হাদিসের বিরুদ্ধে। প্রয়োজনে লড়াই করতে হবে।’ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।’ তিনি কর্মীদের কোরবানির মাধ্যমে ইসলামের সুফল মানুষের মধ্যে পৌঁছানোর আহ্বান জানান।এদিকে, সম্মেলনে বক্তারা দেশের বিভিন্ন সমস্যার সমাধান হিসেবে ইসলামের মূলনীতি অনুসরণ করার তাগিদ দেন। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘জুলাই বিপ্লবের পর ছাত্র-জনতার সঙ্গে বিএনপির বাগ্বিতণ্ডা আমাদের শঙ্কিত করেছে। আমরা দেখছি, কোনো দল বিশেষ সুবিধা পাচ্ছে, যা বিপ্লবের উদ্দেশ্যের পরিপন্থী।’এ সম্মেলনের শেষে, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমকে সভাপতি এবং আবদুল আউয়াল মজুমদারকে সেক্রেটারি হিসেবে নির্বাচিত করা হয়।