নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের ডাইনিংয়ের খাবারে ব্লেড পাওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। বুধবার (২৩ জুলাই) রাতে কৃষি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আমির তার খাবারের মধ্যে ব্লেড পেয়ে চরম আতঙ্কে পড়েন।
ভুক্তভোগী আমির জানান, টিউশন শেষে ক্ষুধার্ত অবস্থায় বন্ধুসহ ডাইনিংয়ের খাবার নিয়ে রুমে বসে খাওয়ার সময় হঠাৎ ভাতের মধ্যে শক্ত কিছুর উপস্থিতি টের পান। ভালো করে খেয়াল করে দেখেন সেটি একটি ব্লেড। তার কথায়, “হাতে কেটে যাওয়ার মতো অনুভূতি হচ্ছিল। যদি মুখে যেত, তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।”
ঘটনার পর ডাইনিং কর্মীরা দুঃখ প্রকাশ করলেও বিষয়টি ধামাচাপা দিতে ভুক্তভোগীকে ১ হাজার টাকা দিতে চেয়েছেন বলেও অভিযোগ করেন আমির। বাবুর্চির দাবি, চালের বস্তা কাটার সময় ব্লেডটি খাবারে চলে আসতে পারে।
শুধু ব্লেড নয়, ডাইনিংয়ের খাবার নিয়ে আগেও অভিযোগ রয়েছে। এক শিক্ষার্থী বলেন, “আগেও মাছি ও পোকামাকড় পাওয়া গেছে, কিন্তু প্রশাসন ব্যবস্থা নেয়নি।” অন্যজন অভিযোগ করেন, “বাসি ভাত, পুরনো তরকারি, মাছ-মাংস গরম করে পরিবেশন—এসব এখন নিয়মিত চিত্র।”
শিক্ষার্থীরা বলছেন, এ ধরনের ঘটনার আগে থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সতর্ক হওয়া উচিত ছিল। তা না হলে বড় ধরনের বিপদের আশঙ্কা থেকেই যায়।
এ বিষয়ে ডাইনিং ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। তবে হল প্রভোস্ট ড. মো. তসলিম মাহমুদ বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুতর। আমরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।”
উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. রেজওয়ানুল হক বলেন, “এটা দুঃখজনক ঘটনা। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”