সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আর ব্যবহার করা যাবে না দলীয় প্রতীক। নির্বাচনের পরিবেশ আরও স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন এখন থেকে প্রার্থীদের ব্যক্তিগত যোগ্যতা ও জনপ্রিয়তার ওপর নির্ভর করবে। রাজনৈতিক দলের প্রতীক না থাকায় সাধারণ ভোটারদের জন্য যোগ্য প্রার্থী বেছে নেওয়ার পথ সুগম হবে।
তিনি আরও জানান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই বিভিন্ন রাজনৈতিক দল স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের দাবি জানিয়ে আসছিল।
আসিফ মাহমুদ বলেন, “দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার ফলে একদিকে সরকারি দলের প্রার্থীরা বাড়তি সুবিধা পেয়েছেন, অন্যদিকে অনেক স্থানে প্রতীকের কারণে সহিংসতা ও হানাহানির ঘটনা ঘটেছে।”
তিনি আরও বলেন, “আগেও যুগের পর যুগ ধরে দেশে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে হয়ে এসেছে। তবে বিগত সরকারের আমলে এই প্রক্রিয়ায় দলীয়করণ হয়, যা স্থানীয় শাসন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। এখন আমরা আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছি।”
উল্লেখ্য, ২০১৫ সালে আইন পরিবর্তন করে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চালু করে তৎকালীন সরকার। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিল অধিকাংশ রাজনৈতিক দল।