ইসরায়েলের দিকে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। তবে ইসরায়েল দাবি করেছে, তারা সফলভাবে ওই হামলা প্রতিহত করেছে। শুক্রবার (২৫ জুলাই) এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, হামলার আগে ইসরায়েলের কিছু অঞ্চলে সাইরেন বাজতে শোনা যায়। এরপর ইসরায়েলি বিমান বাহিনী দক্ষিণ দিক থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে। ইসরায়েলি দৈনিক ইয়েদিয়োথ আহরোনোথ জানিয়েছে, হামলার কারণে দক্ষিণ নেগেভ এবং ডেড সি অঞ্চলে সতর্কতা জারি করা হয়। ক্ষেপণাস্ত্র হামলার আওতায় ছিল আরাদ, কিরিয়াত আরবা এবং আইন গেদি এলাকা।
প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি বাহিনীর আক্রমণ ফের শুরু হওয়ার পর থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে। গত মার্চে দুই মাসব্যাপী একটি অস্থায়ী যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল ফের গাজায় অভিযান শুরু করে। এর প্রতিবাদে হুথিরা ইয়েমেন থেকে হামলা জোরদার করে।
২০২৩ সালের নভেম্বর থেকে হুথিরা রেড সি, গালফ অব এডেন ও আরব সাগরের বিভিন্ন স্থানে বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে। তাদের দাবি, এসব হামলা গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় চালানো হচ্ছে।
গাজায় ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত প্রায় ৫৯ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য থেকে জানা গেছে।