Sunday, July 27, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরকুমিল্লার দাউদকান্দিতে দুর্বৃত্তদের হামলায় যুবক খুন

কুমিল্লার দাউদকান্দিতে দুর্বৃত্তদের হামলায় যুবক খুন

কুমিল্লার দাউদকান্দিতে দুর্বৃত্তদের হামলায় মো. আল-মামুন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, ‘ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মামুনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।’

পুলিশ জানায়, নিহত মামুন তিন নারীসহ ঢাকা থেকে কক্সবাজারগামী একটি বাসে উঠেছিলেন। গৌরীপুর স্টেশনে বাসটি থামলে পানি কেনার উদ্দেশ্যে তিনি গাড়ি থেকে নামেন। তখনই আগে থেকে ওঁত পেতে থাকা ৩-৪ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মামুনের।

নিহত মামুন কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে দাউদকান্দি, তিতাসসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, চাঁদাবাজিসহ মোট ২৩টি মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, গৌরীপুর এলাকায় মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে রাখতেন মামুন। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাতে গৌরীপুর মোড়ে একটি চেকপোস্টে অভিযান চালিয়ে মামুনের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ও ৩০ লিটার দেশীয় মদ উদ্ধার করে পুলিশ। তিনি পরে জামিনে মুক্ত হন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments