Saturday, July 26, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকগাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত ৮৯, যুদ্ধবিরতির পর আবারো রক্তপাত

গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত ৮৯, যুদ্ধবিরতির পর আবারো রক্তপাত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (২৫ জুলাই) দিনভর চলা বোমা বর্ষণে প্রাণ হারিয়েছেন অন্তত ৮৯ জন এবং আহত হয়েছেন আরও ৪৬৭ জন ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সেই থেকে শুক্রবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৬৭৬ জনে। আহত হয়েছেন প্রায় ১ লাখ ৪৪ হাজারের বেশি মানুষ।

প্রসঙ্গত, হামাসের ৭ অক্টোবরের হামলায় ১,২০০ ইসরায়েলি নিহত এবং ২৫১ জন জিম্মি হয়েছিল। এরপর থেকেই গাজায় নির্বিচার অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক চাপে গত ১৯ জানুয়ারি সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিলেও, তা কার্যকর থাকেনি। ১৮ মার্চ থেকে দ্বিতীয় দফা হামলা শুরু করে আইডিএফ। এ দফায় ৮ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলের দাবি, এখনও হামাসের হাতে অন্তত ৩৫ জন জিম্মি রয়েছেন এবং তাদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত গাজায় অভিযান বন্ধ হবে না।

এদিকে, শুক্রবার ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল। এতে বোঝা যাচ্ছে, যুদ্ধ ক্রমেই মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ছে।

জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও তাতে কোনো কার্যকর সাড়া নেই। এমন পরিস্থিতিতে মানবিক বিপর্যয় আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments