Sunday, July 27, 2025
spot_imgspot_img
Homeখেলাধুলাঅল-স্টার ম্যাচে না খেলায় মেসি ও আলবার ওপর এক ম্যাচের নিষেধাজ্ঞা, ক্ষুব্ধ ইন্টার মায়ামি...

অল-স্টার ম্যাচে না খেলায় মেসি ও আলবার ওপর এক ম্যাচের নিষেধাজ্ঞা, ক্ষুব্ধ ইন্টার মায়ামি মেজর লিগ

 সকার (এমএলএস) কর্তৃপক্ষ ২০২৫ অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ায় আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এবং স্প্যানিশ ডিফেন্ডার জর্দি আলবার বিরুদ্ধে এক ম্যাচের নিষেধাজ্ঞা জারি করেছে। লিগের নিয়ম অনুযায়ী, অনুমতি ছাড়া অল-স্টার ম্যাচে না খেললে খেলোয়াড়দের পরের ম্যাচে মাঠে নামা নিষিদ্ধ।

এই সিদ্ধান্তে চরম অসন্তোষ প্রকাশ করেছেন ইন্টার মায়ামির ম্যানেজিং ওনার জর্জ মাস। তিনি জানান, মেসি ও আলবা দুজনেই ‘চরম হতাশ’ ও ‘রীতিমতো ক্ষুব্ধ’। শুক্রবার সাংবাদিকদের মাস বলেন, “তারা প্রতিযোগিতা করতে চায়, মাঠে থাকতে চায়। অল-স্টার ম্যাচে না খেলায় নিষেধাজ্ঞা দেওয়া তাদের কাছে সম্পূর্ণ অযৌক্তিক মনে হয়েছে।”

মাস আরও বলেন, “আমি এই নিয়মের সঙ্গে একমত নই এবং তা স্পষ্টভাবে লিগ কমিশনারকে জানিয়েছি। এই নিয়ম পরিবর্তনের প্রয়োজন রয়েছে এবং ভবিষ্যতে সেটাই হবে বলে আমি আশা করি।”

গত সপ্তাহে টেক্সাসের অস্টিনে অনুষ্ঠিত হয়েছিল ২০২৫ এমএলএস অল-স্টার উইক। ভক্তদের ভোটে নির্বাচিত হয়েছিলেন মেসি ও আলবা। তাদের অংশ নেওয়ার কথা ছিল মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টারদের বিপক্ষে স্কিল চ্যালেঞ্জ ও মূল ম্যাচে। তবে শেষ পর্যন্ত তারা কোনোটিতেই অংশ নেননি।

এমএলএস এক বিবৃতিতে জানিয়েছে, এই নিয়ম অনুযায়ী তারা শনিবারের ইন্টার মায়ামি বনাম সিসিনাতি ম্যাচে খেলতে পারবেন না।

এমএলএস কমিশনার ডন গারবার বলেন, “মেসি লিগের জন্য অনেক কিছু করেছে, কিন্তু আমাদের longstanding নিয়ম রয়েছে। এই সিদ্ধান্ত কঠিন হলেও নিয়ম প্রয়োগ করতে বাধ্য হয়েছি। তবে বিষয়টি আমরা পর্যালোচনা করছি।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments