দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এশিয়া কাপ ২০২৫-এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশের প্রক্রিয়া অবশেষে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই বহুল প্রতীক্ষিত এই মহাদেশীয় টুর্নামেন্টের সূচি প্রকাশ করবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এসিসি সভাকে কেন্দ্র করে পাকিস্তান, ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক জটিলতা দেখা দিলেও তা কাটিয়ে এখন নির্ধারিত সময়েই এগোচ্ছে এশিয়া কাপ আয়োজন। আয়োজক দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবির নাম প্রায় নিশ্চিত।
সূত্র জানায়, এবারের আসর অনুষ্ঠিত হবে ১০ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে। ম্যাচ সংখ্যা হবে প্রায় ১৯টি। টুর্নামেন্টের ফাইনাল নির্ধারিত ২৮ সেপ্টেম্বর, রোববার। আয়োজকদের অভ্যন্তরীণ কিছু বাণিজ্যিক চুক্তির কারণে সূচি প্রকাশে সামান্য বিলম্ব হলেও এখন সব প্রস্তুতি শেষ পর্যায়ে।
টুর্নামেন্টে অংশ নেবে ৮টি দল: ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো—ভারত ও পাকিস্তান রয়েছে একই গ্রুপে। ফলে অন্তত তিনবার মুখোমুখি হওয়ার সুযোগ থাকছে: গ্রুপ পর্ব, সুপার ফোর এবং সম্ভাব্য ফাইনালে।
এবারের আসর হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, যা ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিমূলক মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।
ক্রিকেটপ্রেমীদের জন্য এটি কেবল একটি টুর্নামেন্ট নয়—বরং আবেগ, উত্তেজনা ও উপমহাদেশীয় প্রতিদ্বন্দ্বিতার চূড়ান্ত রূপ। সূচি প্রকাশের সঙ্গে সঙ্গেই শুরু হবে কাউন্টডাউন।