Sunday, July 27, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিশহীদ পরিবারদের কর্মসূচি বয়কটের আহ্বান এনসিপির, জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা চাইলেন ফারুক রহমান

শহীদ পরিবারদের কর্মসূচি বয়কটের আহ্বান এনসিপির, জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা চাইলেন ফারুক রহমান

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ন্যাশনাল লেবার পার্টির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করা হয়েছে। শহীদ পরিবারদের জন্য ঘোষিত ৫ আগস্টের কর্মসূচিকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে বর্জনের আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (২৬ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “প্রায় এক বছর হতে চলল, অথচ সরকার প্রধান উপদেষ্টাসহ একবারও শহীদ পরিবারদের সঙ্গে মতবিনিময় করেননি। এখন জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক আয়োজন করে দায়সারা ভাব দেখাচ্ছে।”

তিনি আরও বলেন, “একটি অন্তর্বর্তী সরকার যদি এক হাজার শহীদ পরিবারের সঙ্গে একটি যৌথ মতবিনিময় আয়োজন করতে না পারে, তাহলে এটিই সবচেয়ে বড় ব্যর্থতা।”

অন্যদিকে একই দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর আয়োজনে অনুষ্ঠিত এক নাগরিক সমাবেশে জাতীয় নির্বাচন নিয়ে সরকারের ওপর চাপ প্রয়োগ করেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান। তিনি বলেন, “১৫-১৬ বছর ধরে আমরা গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য রাজপথে আন্দোলন করেছি। স্বৈরাচারী আওয়ামী সরকার পতনের পরও এখনো আমাদের নির্বাচন চেয়ে আন্দোলন করতে হচ্ছে—এটা দুর্ভাগ্যজনক।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনার দোসররা এখনো অস্থিতিশীলতা সৃষ্টি করছে। দ্রুত নির্বাচন হলে এই সংকট থাকত না। আমরা আশা করি, ড. মুহাম্মদ ইউনূস জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।”

সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং সভাপতিত্ব করেন কেএম রকিবুল ইসলাম রিপন। বক্তারা শেখ হাসিনার বিচার ও জাতীয় সংকট সমাধানে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments