সরকার যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোয়িং থেকে ২৫টি উন্নতমানের উড়োজাহাজ ক্রয়ের জন্য অর্ডার দিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
সম্প্রতি উত্তরার মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর ঘটনায় ব্যাপক আলোচনার মধ্যে এই উড়োজাহাজ কেনার বিষয়টি সামনে এল।
বাণিজ্য সচিব বলেন, “বোয়িং কোম্পানির মালিকানা যুক্তরাষ্ট্র সরকারের নয়, এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান। বাংলাদেশ থেকে ২৫টি উড়োজাহাজের অর্ডার দেওয়া হয়েছে। যেমন ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া করে ১০০টি করে অর্ডার দিয়েছে।”
তিনি আরও জানান, “বোয়িং তাদের উৎপাদন সক্ষমতা অনুযায়ী ধাপে ধাপে সরবরাহ করবে, তাই এদের ডেলিভারিতে সময় লাগবে।”
এদিকে, বাংলাদেশের রপ্তানি খাতের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো—যুক্তরাষ্ট্র আগামী ১ আগস্ট থেকে বাড়তি শুল্ক আরোপ করতে যাচ্ছে। সময় বাকি মাত্র পাঁচ দিন। এই সময়ের মধ্যে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করবে, যা তৈরি পোশাকসহ দেশের রপ্তানি খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।