Sunday, July 27, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিনতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন জরুরি: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন জরুরি: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা সারা দেশে সংস্কারের দাবিতে আন্দোলন করছি। সেই সঙ্গে একটি নতুন সংবিধানের দাবি তুলেছি। আর এই নতুন সংবিধান প্রণয়নের জন্য প্রয়োজন একটি গণপরিষদ নির্বাচন, যেখানে সাধারণ মানুষ ও অভ্যুত্থানকারী জনতাই ভবিষ্যতের বাংলাদেশের সংবিধান ঠিক করবে।”

রোববার (২৭ জুলাই) দুপুরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “আমরা আগেই বলেছিলাম, জুলাই-আগস্টে একটি নতুন বাংলাদেশ গড়ার কাজ শুরু হবে। আমাদের একটি নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত প্রয়োজন। পুরোনো আইন ও ব্যবস্থাপনায় দেশ আর চলতে পারে না। আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই যেখানে ন্যায়ের ভিত্তিতে শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতে মানুষ সম্মান ও মানবিক সেবা পাবে।”

তিনি আরও বলেন, “এক বছর আগে জুলাই মাসেই জীবন উৎসর্গ করে শেখ হাসিনার সরকারকে হটানো হয়েছে। এখন সময় এসেছে, আওয়ামী লীগ ও শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার যারা গণহত্যায় জড়িত, তাদের বিচারের আওতায় আনার।”

নেত্রকোনার স্থানীয় সমস্যাগুলো উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, “এই এলাকায় শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার বেহাল দশা রয়েছে। বেকারত্ব ও কর্মসংস্থানের ঘাটতি ব্যাপক। আমরা এসব সমস্যার সমাধানে কাজ করতে চাই, এনসিপি সেজন্যই মাঠে নেমেছে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments