বিএনপি-সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচন আগামী ৯ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে নির্বাচন কমিশনের ঘোষিত ৩ হাজার ১৫৫ জনের খসড়া ভোটার তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
খসড়া তালিকায় আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসক সংগঠন স্বাচিবের ছয় সদস্য এবং ১৪ জন মৃত চিকিৎসকের নাম রয়েছে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ড্যাবের একাংশ। তারা অভিযোগ করছেন, তফসিল ঘোষণায় সংগঠনের গঠনতন্ত্র অনুসরণ করা হয়নি। দায়িত্বপ্রাপ্ত সম্মেলন কমিটি ও নির্বাচন কমিশনের অদক্ষতাকেই এই অব্যবস্থার জন্য দায়ী করছেন অনেকে।
গত ২৪ মার্চ ড্যাবের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে বিএনপি। সেই সময় ইসমাইল জবিউল্লাহকে আহ্বায়ক করে ১২ সদস্যের একটি সম্মেলন ও কাউন্সিল কমিটি গঠন করা হয়। তবে চার মাসেও সম্মেলন সম্পন্ন করতে ব্যর্থ হয় সেই কমিটি।
খসড়া তালিকায় থাকা মৃতদের মধ্যে রয়েছেন ডা. এ কে এম তাজউদ্দিন ভূইয়া, ডা. গোলাম মহিউদ্দিন দিপুসহ আরও ১২ জন। এদের মোবাইল নম্বর বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি, তবে কয়েকটি নম্বর তাদের সন্তানরা ব্যবহার করছেন বলে জানা গেছে।
অপরদিকে, স্বাচিব সদস্য হিসেবে তালিকাভুক্ত ডা. মশিউল হাসনাত ও ডা. মারুফ মানসুর অনিক জানান, তারা কখনও সদস্য ফরম পূরণ করেননি। তারা এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।
নির্বাচনের কার্যক্রম ২৬ জুলাই থেকে শুরু হয়েছে। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৮ জুলাই এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ আগস্ট, রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে।