জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদকে বন্দরের দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, “হান্নান মাসউদ কি বন্দর পরিচালনার বিষয়ে এক্সপার্ট? তার কি শ্রমিক সংগঠন পরিচালনার কোনো অভিজ্ঞতা আছে? দেশে কি আর কোনো পেশাদার, অভিজ্ঞ মানুষ ছিল না?”
ছাত্রদল নেতা আরও বলেন, “বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মকে ব্যবহার করে যেসব ব্যক্তি চাঁদাবাজি, অনিয়ম এমনকি হত্যাকাণ্ডে জড়িত হয়েছে—তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কী অবস্থান?”
তিনি দাবি করেন, দেশের বিভিন্ন স্থানে এসব সংগঠনের ব্যানারে অপকর্ম চালানো হয়েছে, অথচ দায় এড়াতে সংগঠনগুলো নীরব ভূমিকা পালন করেছে।
ছাত্ররাজনীতি প্রসঙ্গে নাছির উদ্দীন বলেন, “নতুন ছাত্রসংগঠন গঠনের সময় মধুর ক্যান্টিনে প্রতিবাদ করেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তখন তাদের ওপর হামলা করা হয়, বিশেষ করে নারী শিক্ষার্থীরা নির্যাতনের শিকার হন।”
তিনি জানান, গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের নামে কোনো গোষ্ঠী যদি রাজনৈতিক সুবিধা নিয়ে ব্যক্তিস্বার্থে কাজ করে, তাহলে তা ছাত্ররাজনীতির মূল চেতনার পরিপন্থী।
ছাত্রদল নেতা প্রশাসনের কাছে প্রশ্ন রাখেন—বন্দরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব কাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং এর পেছনে কারা দায়ী?