Friday, August 1, 2025
spot_imgspot_img
Homeজাতীয়বিদ্যুৎ বিভ্রাট ও ভিআইপি আসামিদের জন্য বিশেষ কারাগার

বিদ্যুৎ বিভ্রাট ও ভিআইপি আসামিদের জন্য বিশেষ কারাগার

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) জানিয়েছে, আগামী ১ আগস্ট (শুক্রবার) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরবঙ্গের তিন জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পূর্বসাদিপুর গ্রিড উপকেন্দ্রে প্রকল্প সংক্রান্ত কাজের জন্য এই পাঁচ ঘণ্টার শাটডাউন চলবে। ফলে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

অন্যদিকে, আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার হওয়া ভিআইপি আসামিদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বিশেষ একটি সুরক্ষিত কারাগার চালু করা হয়েছে। কারা অধিদপ্তর জানিয়েছে, সাধারণ কয়েদিদের মধ্যে তীব্র ক্ষোভ ও ঘৃণা থাকায় এসব ভিআইপি আসামিদের আলাদা করে নজরদারিতে রাখা হয়েছে। ওই কারাগারে এখন পর্যন্ত ৫৯ জন ভিআইপি বন্দিকে রাখা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী, এমপি, সচিব ও উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা।

এদের মধ্যে রয়েছেন সালমান এফ রহমান, আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আতিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. দীপু মনি, এবং আরও অনেকে। বিশেষ কারাগারে চৌকস ও নিরপেক্ষ কারারক্ষী নিয়োগ দেওয়া হয়েছে।

কারা সূত্র জানায়, নিরাপত্তা শঙ্কা থাকায় এসব আসামিকে সাধারণ কয়েদিদের থেকে সম্পূর্ণ আলাদা রাখা হয়েছে। বিচারের আগ পর্যন্ত এদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, তবে জনগণের রোষের কারণগুলোও গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments