দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশ ব্যাংকের একটি লকার থেকে সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর (এসকে সুর) অপ্রদর্শিত সম্পদ উদ্ধার করেছে। উদ্ধারকৃত সম্পদের মধ্যে রয়েছে ১.০৫ কেজি স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রা।
দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামান জানান, লকার তল্লাশির সময় সেখানে ১ লাখ ৬৯ হাজার ৩০০ ডলার, ৫৫ হাজার পাউন্ড এবং ৭০ লাখ টাকার স্থায়ী আমানতের রসিদ পাওয়া গেছে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ব্যক্তিগত সম্পদ সংরক্ষণের জন্য লকার ব্যবহার করতে পারেন। তবে এসব উদ্ধারকৃত সম্পদ আদালতে উপস্থাপন না করা পর্যন্ত তা বাংলাদেশ ব্যাংকের হেফাজতে থাকবে।
এসকে সুর বারবার নোটিশ পেয়েও সম্পদের বিবরণ জমা না দেওয়ায় আদালতের নির্দেশে দুদক এই অভিযান পরিচালনা করে।
আগের অভিযানে পাওয়া তথ্য
এর আগে, ১৯ জানুয়ারি ধানমন্ডিতে এসকে সুরের বাসায় অভিযান চালিয়ে ১৬ লাখ ২৫ হাজার টাকা নগদ, ৪ কোটি ৪৫ লাখ টাকার সঞ্চয়পত্র ও বীমার নথি উদ্ধার করে দুদক। একই অভিযানে তার মালিকানাধীন তিনটি ফ্ল্যাটের তথ্যও পাওয়া যায়।
গ্রেপ্তার ও মামলার তথ্য
২০২৪ সালের ২৩ ডিসেম্বর এসকে সুরের বিরুদ্ধে সম্পদের বিবরণী জমা না দেওয়ার অভিযোগে মামলা করা হয়। ২০২৫ সালের ১৪ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়। একই দিনে এসকে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে দুদক।
পিকে হালদারের সঙ্গে সংশ্লিষ্টতা
এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এসকে সুর দুদকের নজরদারিতে ছিলেন। কর ফাঁকির অভিযোগে তার, তার স্ত্রী এবং মেয়ের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়।
তদন্ত অব্যাহত
এসকে সুর ও তার পরিবারের সম্পদের বিষয়ে দুদকের তদন্ত চলমান রয়েছে। উদ্ধারকৃত সম্পদ এসকে সুরের কর বিবরণীতে উল্লেখ আছে কি না, তাও যাচাই করা হচ্ছে।