গত সপ্তাহে জম্মু-কাশ্মিরে ভারতীয় সেনা, আধাসামরিক বাহিনী এবং পুলিশের যৌথভাবে পরিচালিত ‘অপারেশন মহাদেব’ নামক সামরিক অভিযানকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং কাল্পনিক বলে আখ্যা দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র শাফকাত আলী খান এ দাবি করেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শাফকাত বলেন, “ভারত জম্মু-কাশ্মিরে যেটাকে ‘অপারেশন মহাদেব’ হিসেবে তুলে ধরছে, সেটি পুরোপুরি মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্যের ওপর ভিত্তি করে গঠিত। পেহেলগামে হামলার ঘটনাকে অজুহাত বানিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ চালায় ভারত, যেখানে কোনো নিরপেক্ষ তদন্তই হয়নি।”
তিনি আরও বলেন, “পাকিস্তানের ভূখণ্ড রক্ষার ব্যাপারে আমরা সর্বদা অবিচল এবং ভারতের দেওয়া তথাকথিত ‘অপারেশন মহাদেব’ সম্পর্কিত বর্ণনাগুলো আমরা জোরালোভাবে প্রত্যাখ্যান করছি।”
ভারতীয় সেনাবাহিনী জানায়, গত ২৮ জুলাই শ্রীনগরের কাছে মহাদেব পাহাড়ঘেঁষা দাচিগাম বনাঞ্চলে অভিযানে সুলেমান, আবু হামজা ও ইয়াসির নামে তিনজন নিহত হয়। ভারত দাবি করেছে, তারা পাকিস্তানের নাগরিক এবং লস্কর-ই-তৈয়বা জঙ্গিগোষ্ঠীর সদস্য। তাদের কাছ থেকে পাকিস্তানি পরিচয়পত্র এবং ফরেনসিক নমুনাও উদ্ধার করা হয়েছে, যা পেহেলগামের পুরনো হামলার সঙ্গে সম্পর্কযুক্ত বলে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান।
তবে পাকিস্তানের বক্তব্য, পেহেলগামের ঘটনায় তারা স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছিল এবং সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল। শান্তিপূর্ণ উপায়ে কাশ্মির সংকটের সমাধানের প্রস্তাবও তারা দিয়েছিল, যা ভারত গ্রহণ করেনি। শাফকাত বলেন, “ভারতের এমন পদক্ষেপ উপমহাদেশের স্থিতিশীলতা বিঘ্নিত করছে। তারপরও পাকিস্তান শান্তি ও স্থিতিশীলতার পথে অটল রয়েছে।”