সংবিধান সংশোধন ও নির্বাচন নিয়ে বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, সংবিধানে কোনো ধরনের পরিবর্তন আনতে হলে তা অবশ্যই সংসদের মাধ্যমেই হতে হবে—সংসদের বাইরে থেকে তা করার সুযোগ নেই।
শনিবার (২ আগস্ট) রাজধানীর নীলক্ষেতের আইসিএমএবি মিলনায়তনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, “সংবিধানে সংশোধন আনতে চাইলে তা করতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে, গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে। সংসদের বাইরের কোনো পদ্ধতিতে তা সম্ভব নয়।”
তিনি অভিযোগ করে বলেন, “যারা নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চায়, তারা প্রকৃতপক্ষে গণতন্ত্র ও সংসদীয় ব্যবস্থায় বিশ্বাস করে না। তাদের নিজস্ব লক্ষ্য কী, সেটাও তারা স্পষ্টভাবে জানে না।”
রাজনীতিতে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, “সংস্কার যতই হোক, যদি রাজনৈতিক সংস্কৃতি না পাল্টায়, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে না। আমাদের অন্যের মতকে সম্মান করতে হবে, সহনশীল হতে হবে। তবেই জাতি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারবে।”
জাতীয় স্বার্থে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে আমীর খসরু বলেন, “যেখানে জাতীয় স্বার্থ রয়েছে, সেখানে ঐক্য গড়ে তোলাই সময়ের দাবি।”
৫ আগস্টের পর বিএনপি নেতৃত্বাধীন জোটে অনৈক্য দেখা দিয়েছে—এমন আলোচনার জবাবে তিনি বলেন, “আমি কোনো অনৈক্য দেখছি না। প্রত্যেকটি দলের নিজস্ব চিন্তা ও দর্শন থাকবেই। যেখানে একমত হওয়া যাবে, সেখানে হব। আর যেখানে মতপার্থক্য থাকবে, তা জনগণের সামনে তুলে ধরা হবে। কারণ, জনগণই দেশের প্রকৃত মালিক।”
Top of Form
Bottom of Form