Sunday, August 3, 2025
spot_imgspot_img
Homeরাজনীতি৫ আগস্ট দেশজুড়ে শান্তিপূর্ণ গণমিছিল আয়োজনের ডাক জামায়াতের

৫ আগস্ট দেশজুড়ে শান্তিপূর্ণ গণমিছিল আয়োজনের ডাক জামায়াতের

২০২৪ সালের জুলাইয়ের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশব্যাপী শান্তিপূর্ণ গণমিছিল আয়োজনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, পূর্বঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দেশের সব মহানগর ও জেলা শাখাকে আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) গণমিছিল সফলভাবে সম্পন্ন করার অনুরোধ জানানো হচ্ছে।

তিনি বলেন, “এই কর্মসূচিকে সফল করতে ব্যাপক প্রস্তুতির মাধ্যমে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে মিছিল পরিচালনার আহ্বান জানাচ্ছি।”

এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দেশের সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানান অধ্যাপক পরওয়ার। পাশাপাশি গণমিছিল যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments