বিমান দুর্ঘটনার পর তিন দফা বাড়ানো ছুটি শেষে আগামীকাল রোববার (৩ আগস্ট) সীমিতভাবে খুলে দেওয়া হচ্ছে রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ। তবে এদিন ক্লাস বা নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু হবে না। কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রস্তুতির অংশ হিসেবে ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় ঢাকা পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বলেন, “বিমান দুর্ঘটনার ফলে পুরো ক্যাম্পাস এক মর্মান্তিক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষার্থীদের মানসিক পুনরুদ্ধার। সে কারণেই নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য সীমিতভাবে কলেজ খোলা হবে, তবে কোনো পাঠদান চালু করা হচ্ছে না।”
তিনি জানান, শিক্ষার্থীরা যেন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, এ উদ্দেশ্যেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা কলেজে এসে শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে দেখা করতে পারবে, কুশল বিনিময় করতে পারবে, এবং কিছুটা মানসিক প্রশান্তি পাবে—এটাই মূল লক্ষ্য।
শাহ বুলবুল আরও বলেন, “আজ কলেজে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং আগামীকালও একই কর্মসূচি চলবে। শিক্ষকদের সহযোগিতায় কাউন্সেলিং কার্যক্রম চালু রয়েছে। বিমানবাহিনীর পক্ষ থেকেও ক্যাম্পাসে একটি চিকিৎসা ক্যাম্প পরিচালিত হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক পরামর্শ নিতে পারছে।”
তিনি আরও যোগ করেন, “আমরা ধাপে ধাপে শিক্ষার্থীদের আগের স্বাভাবিক ছন্দে ফেরাতে চাই। এই কঠিন সময়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সমাজের পারস্পরিক সহানুভূতি, ভালোবাসা এবং মানবিকতা আমাদের সবচেয়ে বড় শক্তি। শিক্ষকরা প্রতিনিয়ত শিক্ষার্থীদের পাশে রয়েছেন, কাউন্সেলিং ও একান্ত আলাপের মাধ্যমে তাদের সহায়তা করছেন।”
উল্লেখ্য, গত ২১ জুলাই বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় স্কুল শাখার বহু শিক্ষক ও শিক্ষার্থী হতাহত হন।