Thursday, August 7, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকবিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি পেল মদিনা, স্বাস্থ্যকর শহরের মর্যাদায় দ্বিতীয় স্থান

বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি পেল মদিনা, স্বাস্থ্যকর শহরের মর্যাদায় দ্বিতীয় স্থান

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সৌদি আরবের পবিত্র শহর মদিনাকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। মসজিদে নববী অবস্থিত এই শহরটি WHO-এর ৮০টি মানদণ্ড পূরণ করে এই মর্যাদা অর্জন করে। বৃহস্পতিবার (৩১ জুলাই) মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেলের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এই সনদ গ্রহণ করেন।

প্রিন্স সালমান বলেন, মদিনার এই স্বীকৃতি সৌদি নেতৃত্বের স্বাস্থ্য ও উন্নয়নে অঙ্গীকারের বাস্তব উদাহরণ। তিনি মদিনার চলমান উন্নয়নকে ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে একটি শীর্ষস্থানীয় উন্নয়ন মডেল’ হিসেবে অভিহিত করেন। এই উদ্যোগ সৌদির জাতীয় রূপকল্প ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবেই পরিচালিত হচ্ছে।

সৌদি প্রেস এজেন্সির (SPA) প্রতিবেদন অনুযায়ী, জেদ্দার পর মদিনা মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বৃহত্তম স্বাস্থ্যকর শহরের অবস্থান অর্জন করেছে। WHO-এর স্বাস্থ্যকর শহর স্বীকৃতি পেতে হলে সংশ্লিষ্ট শহরকে স্বাস্থ্যসেবা, শিক্ষা, অবকাঠামো ও পরিবেশ ব্যবস্থাপনায় নির্ধারিত ৮০টি মানদণ্ড পূরণ করতে হয়। এর মধ্যে রয়েছে পর্যাপ্ত পার্ক, হাঁটার পথ, প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র, ও স্বাস্থ্য-শিক্ষা কার্যক্রম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরই মধ্যে সৌদি আরবের আরও ১৪টি শহরকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে রয়েছে: তায়েফ, তাবুক, আদ-দিরিয়া, উনাইজা, জালাজেল, আল-মান্দাক, আল-জুমুম, রিয়াদ আল-খুবরা এবং শরুরাহ।

এই স্বীকৃতি সৌদি আরবের জনগণের জীবনমান উন্নয়ন এবং টেকসই নগরায়ণের পথে এক গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments