Wednesday, August 6, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষবঙ্গবন্ধুর ছবি অপসারণ ঘিরে উত্তেজনা, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বক্তব্যে সমালোচনার ঝড়

বঙ্গবন্ধুর ছবি অপসারণ ঘিরে উত্তেজনা, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বক্তব্যে সমালোচনার ঝড়

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ঝুলিয়ে রাখাকে কেন্দ্র করে সম্প্রতি বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি সামনে আসে যখন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমা ইয়াছমিন একটি ফোন পেয়ে ছবিটি নিজেই সরিয়ে ফেলেন।

শিক্ষিকা শামিমা জানান, “সহকারী শিক্ষা কর্মকর্তা মো. গিয়াস উদ্দীন আমাকে ফোন করে জানান ছবিটি সরাতে হবে। পরে আমি ছবিটি নামিয়ে অফিসের একটি আলমারিতে তুলে রেখেছি।” তিনি আরও বলেন, “আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসি। তবে আমি নির্দেশ পেয়েছি, তাই সরাতে বাধ্য হয়েছি।”

সহকারী শিক্ষা কর্মকর্তা গিয়াস উদ্দীন জানান, “দেশের পটপরিবর্তনের পর উপজেলার প্রায় সব বিদ্যালয় থেকেই শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। যদিও এর জন্য কোনও সরকারি নির্দেশনা নেই।”

এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. আজাহারুল ইসলাম টুটুল বলেন, “১৭ বছর ধরে এককভাবে আওয়ামী লীগ শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙিয়েছে। আমরা চাই, সব জাতীয় নেতার সম্মান সমভাবে রক্ষা করা হোক।”

উল্লেখ্য, ৫ আগস্ট বর্তমান সরকারের পতনের পর থেকেই উপজেলার বেশিরভাগ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি অপসারণ করা হয়েছে। তবে সোনারঘোপ বিদ্যালয়ে ছবিটি এখনো থাকায় বিতর্কের জন্ম দেয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments