ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিস্ফোরক অভিযোগে জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলে রুশ বাহিনীর সঙ্গে বহু বিদেশি ভাড়াটে সৈন্য লড়ছে। সোমবার (৪ আগস্ট) খারকিভ অঞ্চলে ফ্রন্টলাইন পরিদর্শনের সময় তিনি বলেন, ইউক্রেন এখন শুধু রাশিয়ার নয়, বরং বহুজাতিক শত্রুদের মুখোমুখি।
জেলেনস্কির দাবি, রাশিয়ার পক্ষে লড়ছে উত্তর কোরিয়া, চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান এবং আফ্রিকার বিভিন্ন দেশের যোদ্ধারা। এদের অনেকেই বিভিন্ন ধরনের চুক্তির আওতায় বা অর্থের বিনিময়ে যুদ্ধক্ষেত্রে অংশ নিচ্ছে। তিনি বলেন, “যারা রাশিয়ার হয়ে যুদ্ধ করছে, তাদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলবে ইউক্রেন।”
সম্প্রতি দক্ষিণ কোরিয়া প্রমাণ উপস্থাপন করে জানিয়েছে, রুশ বাহিনীর সঙ্গে উত্তর কোরিয়ার সেনারা যুক্ত হয়েছে। চীন এবং অন্যান্য দেশের বিরুদ্ধে ইউক্রেন অভিযোগ তুললেও সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি। তবে বেইজিং এই অভিযোগ অস্বীকার করেছে।
জেলেনস্কি এদিন ইউক্রেনের ৫৭তম ব্রিগেডের ১৭তম মোটরাইজড ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের সদস্যদের সঙ্গে ভোভচানস্কের কাছে সাক্ষাৎ করেন। এক্স-এ দেওয়া পোস্টে তিনি জানান, সামনের সারির পরিস্থিতি, ড্রোন সরবরাহ ও ফান্ডিং বিষয়ে কমান্ডারদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।
এদিকে, খারকিভ ও ডোনেটস্ক অঞ্চলে চলমান সংঘর্ষে ইউক্রেনীয় বাহিনী প্রতিরোধে সাফল্য দেখাচ্ছে বলে দাবি করেছে কিয়েভ।
যুদ্ধ বন্ধে সম্প্রতি ইস্তাম্বুলে একাধিক রাশিয়া-ইউক্রেন বৈঠক হলেও, এখন পর্যন্ত কোনো ফলপ্রসূ সমাধানে পৌঁছানো যায়নি